
খেলার মাঠে হরহামেশাই ভুল ভ্রান্তি হয়ে থাকে । কিছু ভুল হয় হাস্যকর , কিছু কষ্টের । কিছু ভুল আর কিছুই না কেবলি একটা ভুল । খেলার মাঠের কিছু ভুলের কথা থাকল এখানে ।
দিকের ভুল
১৯২৯ সালের এক রাগবি ম্যাচের কথা । কাল'স রয়ের উপর সেদিন কোন ভুত চেপেছিল কে জানে ? ম্যাচের বলদখলের লড়াইয়ে আক্সমিক বল পেয়ে রুদ্ধশ্বাস দৌড় শুরু করলেন । আজকে আর তার গোল করা ঠেকায় কে ? বিনা বাধায় ৬৫ গজ এগিয়ে যাওয়ার পর নিজেও কিছুটা অবাক হয়েছিলেন । এত সহজে গোল দেয়ার সুযোগ কয়জনার ভাগ্যে জোটে ? তবে শেষমেষ আর গোল দেয়া হয় নি রয়ের । গোল লাইনের সামান্য আগে তার দলের সতীর্থরাই টেনে ঝাপ্টে ধরে থামিয়ে দিলেন তাঁকে । কারন ? প্রতিপক্ষের সীমানা ভেবে নিজেদের গোল লাইনের দিকে ছুটে গিয়েছিলেন রয় ।
হিসেবের গড়মিল
ক্রিকেটে ডাকওয়ার্থ লুইস পদ্ধতি নিয়ে মাঝে মাঝে রসিকতা করে বলা হয়, এর আবিস্কারক দুই ইংরেজ...