১২ ডিসেম্বর, ২০১২

ভুল সবি ভুল

খেলার মাঠে হরহামেশাই ভুল ভ্রান্তি হয়ে থাকে । কিছু ভুল হয় হাস্যকর , কিছু কষ্টের । কিছু ভুল আর কিছুই না কেবলি একটা ভুল । খেলার মাঠের কিছু ভুলের কথা থাকল এখানে ।

দিকের ভুল
১৯২৯ সালের এক রাগবি ম্যাচের কথা । কাল'স রয়ের উপর সেদিন কোন ভুত চেপেছিল কে জানে ? ম্যাচের বলদখলের লড়াইয়ে আক্সমিক বল পেয়ে রুদ্ধশ্বাস দৌড় শুরু করলেন । আজকে আর তার গোল করা ঠেকায় কে ? বিনা বাধায় ৬৫ গজ এগিয়ে যাওয়ার পর নিজেও কিছুটা অবাক হয়েছিলেন । এত সহজে গোল দেয়ার সুযোগ কয়জনার ভাগ্যে জোটে ? তবে শেষমেষ আর গোল দেয়া হয় নি রয়ের । গোল লাইনের সামান্য আগে তার দলের সতীর্থরাই টেনে ঝাপ্টে ধরে থামিয়ে দিলেন তাঁকে । কারন ? প্রতিপক্ষের সীমানা ভেবে নিজেদের গোল লাইনের দিকে ছুটে গিয়েছিলেন রয় ।

হিসেবের গড়মিল
ক্রিকেটে ডাকওয়ার্থ লুইস পদ্ধতি নিয়ে মাঝে মাঝে রসিকতা করে বলা হয়, এর আবিস্কারক দুই ইংরেজ ভদ্রলোক ডাকওয়ার্থ আর লুইস সাহেব নিজেরাও নাকি তাদের এই পদ্ধতিটা ঠিক বোঝেন না ! তবে দক্ষিন আফ্রিকা দলের কিন্তু একবার সত্যি সত্যি ভুল হয়ে গেল । ২০০৩ বিশ্বকাপে 'ডু ওর ডাই' ম্যাচে রান তাড়া করে খেলছিল প্রোটিয়াসরা । বৃষ্টির আনাগোনায় খেলার ফলাফল ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে গড়াতে পারে ধারনা করে ড্রেসিংরুম থেকে ব্যাটসম্যানদের উদ্যেশ্যে এক জরুরী বার্তা পাঠানো হল । আর কোন উইকেট না হারিয়ে ৪৫ ওভার শেষে দলের রান যদি ২২৯ এ থাকে তাহলে বৃষ্টি আইনে জিতে পরের রাউন্ডে চলে যাবে দক্ষিন আফ্রিকা । ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান অক্ষরে অক্ষরে তা পালন করলেন । ৪৫ ওভার হওয়ার একবল বাকি থাকতে ২২৯ রান সংগ্রহ করে শেষ বলে আর রানের ঝুকি নিলেন না তারা । বৃষ্টিতে খেলা সত্যি সত্যি বন্ধ হয়ে গেলে জানা গেল হিসাবে বড্ড বড় এক ভুল করে ফেলেছে দক্ষিন আফ্রিকা । ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জিততে ২২৯ নয় প্রয়োজন ছিল ২৩০ রান । ভুলের খেসারত হিসেবে আরও একবার বিশ্বকাপ থেকে দুর্ভাগ্যজনক বিদায় দক্ষিন আফ্রিকার ।

আম্পায়ারের ভুল
১৯৪৬ সাল । তখন ক্রিকেটে ৮ বলে ওভার গননা করা হত । তবে বারবাডোজ আর ব্রিটিশ গায়ানার মধ্যকার ম্যাচে একটা ওভার ছিল ১৪ বলের । ভাবছেন বাড়তি ছয় বল ওয়াইড নো বলের কারনে ? ভাবলে ভুল, আসল ঘটনা হচ্ছে ভুলোমনা আম্পয়ার ভুলে গিয়েছিলেন বলের হিসেব রাখতে !


সংবাদের ভুল  
নিজেদের নিয়ে ইংলিশ মিডিয়ার দম্ভটা বরাবরি ঈর্ষনীয় পর্যায়ের । তার একটা বড় খেসারত তাদের  দিতে হয়েছে ১৯৫০ এর ফুটবল বিশ্বকাপে । ব্রাজিলে অনুষ্ঠিত সে আসরের অন্যতম ফেভারিট দল ছিল ইংল্যান্ড আর সে তুলনায় যুক্তরাষ্ট্র দুধের শিশু । দু দলের মুখোমুখি ম্যাচের আগে জয়ের ব্যাপারটা অগ্রিমধরেই নিয়েছিল ইংলিশরা । তাদের ভাগ্য খারাপ , সেদিন ফুটবল ইতিহাসের অন্যতম বড় এক অঘটন ঘটিয়ে দিল যুক্তরাষ্ট্র । ম্যাচ জিতলো ১-০ গোলে ।  তখনকার যুগে তো আর মোবাইল-ইন্টারনেট ছিল না । ব্রাজিল থেকে খেলার স্কোর পাঠানো হল টেলিগ্রাম করে , আর সেই টেলিগ্রাম পেয়ে ইংলিশদের চক্ষু ছানাবড়া । সাংবাদিকরা ভাবলেন অসম্ভব, নিশ্চয়ই টেলিগ্রাম লেখায় ভুল হয়েছে । স্কোর হবে আসলে ইংল্যান্ড ১১ ০ যুক্তরাষ্ট্র ।  ভুল ভাঙার পর  নিশ্চয়ই ভীষণ লজ্জায় পড়তে হয়েছিল তাদের ।


বেচারা হ্যামিল্টন ! 
১৯৩৬ এর অলিম্পিক । দক্ষিন আফ্রিকার বক্সার হ্যামিল্টন হেরে গেলেন প্রথম রাউন্ডেইহারার ক্ষোভটা মেটাতেই বোধয় সেদিন পেটপুরে খাওয়া দাওয়া করলেন । পরদিন জানানো হল , ম্যাচের স্কোরিং এ ভুল হয়েছে , বিজয়ী আসলে হ্যামিল্টনই । তবে এমন সুখবরের হাসি মুখে বেশিক্ষন টিকলো না তার কারন পরবর্তী রাউন্ডে খেলার অযোগ্য বলে বিবেচনা করা হল তাকেকেন ? ওই একদিনের খাবারেই হ্যামিল্টনের ওজন বেড়ে গিয়েছিল  প্রায় ৫ পাউন্ড  ওজনভিত্তিক এই প্রতিযোগিতায় বাড়তি ওজনই শেষমেষ কাল হল বেচারা হ্যামিল্টন !


সিদ্ধান্তের ভুল 
১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে পোল ভোল্ট ইভেন্টে ড্যান ও ব্র্যাইনের সামনে সুযোগটা ছিল খুব সহজ । পরবর্তী রাউন্ডে প্রতিযোগিতা করতে হলে যে কোন উচ্চতার বাধা পেরলেই হবে । তারপরেও মার্কিন এই অ্যাথল্যাট সিদ্ধান্ত নিলেন ১৫ ফুট ৯ ইঞ্চি বাধা টপকাবেন তিনি । ফলাফল ? তিনবারের প্রচেষ্টায় তিনবারই ব্যর্থ হয়ে বাদ পড়লেন প্রতিযোগিতা থেকে   এজন্যই বলা হয় ভাবিয়া করিয় কাজ


ভুল হিসাব
এবারের ভুলের ঘটনা বেসবলের মাঠে । মিল্টন ব্রেডলি , ল্যারি ওয়াকার , ট্রট নিক্সন আর ডেমন হলিন্স চারজন মিলে একি সাথে সহজতম এক হিসেবে ভুল করে ফেলেছিলেন । তারা ভুলে গিয়েছিয়েন ইনিংসে তাদের আউটের সংখ্যা ! বেসবলের ইতিহাসে যা কিনা এখন পর্যন্ত অন্যতম বিব্রতকর মুহূর্ত


ব্যায়বহুল ভুল
২০১০ এর শীতকালীন অলিম্পিক । ডাচ এথল্যাট ক্র্যামার ১০ হাজার মিটারের রেস জিতলেন রেকর্ড টাইমিং গড়ে রেস জেতার আনন্দ-উচ্ছ্বাসটা বেশিক্ষন স্থায়ী হলনা ক্র্যামারের সোনার পদক পেয়েও কেড়ে নেওয়া হল তাকেন ? কারন মস্ত বড় এক ভুল করেছেন ক্র্যামার ।  মধ্যে লেন পরিবর্তন করে ফেলেছেন তিনি । এমন ভুলের কারনে সোনার পদক আর পাঁচ লাখ ইউএস ডলার দুইটাই বেড়িয়ে গেল হাত ফসকে । এবারের ভুলটা বড্ড ব্যয়বহুল 

(সংযোজন চলবে)



Blogger Tricks

৪ ডিসেম্বর, ২০১২

মহেশ- 'দ্যা কাউ' (শরৎচন্দ্রের 'মহেশ' অবলম্বনে)


গ্রামের নাম কাশিপুর ।

এক বিতর্ক অনুষ্ঠান শেষ করিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় রোদে পুড়িয়া বাড়ি ফিরিতে ছিলনে  । বৈশাখ শেষ হইয়া আসে তবুও চারিপাশে ‘আল্লাহ মেঘ দে পানি দে’ অবস্থা’ । জলবায়ু পরিবর্তন আর বৈশ্বিক উষ্ণতার প্রভাবে অনাবৃষ্টির আকাশ হইতে আগুন ঝরিতেছে ।

পথের ধারে গফুর মিয়ার বাড়ি । বাড়ি তো নয় যেন প্রাচীন প্রত্ন তাত্ত্বিক নির্দশন । পাশের পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকন্ঠে ডাক দিলেন ‘ওরে, ও গফরা বলি বাড়ি আছিস?’

হাঁক শুনিয়া গফুর অন্দরমহল হইতে বাহির হইয়া আসে । ভাঙ্গা প্রাচীরের পাশে বাবলা গাছের তলে একটা ষাঁড় দেখাইয়া  তর্করত্ন কহিলেন, তুই তো বড় পাষণ্ডরে গফরা । একি হাল গরুটার । পাঁজরের হাড় স্পষ্ট গোনা যাচ্ছে । তুই ওকে ‘খড়লিক্স’ দিতে পারিস নে ? এতে যে ঘাসের শক্তি বাড়ে রে গফরা, আমার গরুকে আমি রোজ খাওয়াই ।

গফুর কি বলিবে খুজিয়া পায় না , শেষে গেঞ্জি খুলিয়া তাহার জিরো ফিগার দেখাইয়া বলিল  ‘মহেশের হাড় তো দেখিলেন বাবাঠাকুর, এইবার আমারটাও একটু দেখুন। ২০৬ খানা হাড় স্পষ্ট গুনিতে পারিবেন । গুনিলে হয়ত দুতিন খানা কমও পাইতে পারেন ।’

এমন লিকলিকে শরীর দেখিয়া তর্করত্ন দুঃখিত হওয়ার বদলে খিকখিক করি হাসিয়া কহিলেন ‘তোর তো আর এক্স-রে করা লাগবেনা রে গফরা , উদাম গায়ে ছবি তুলে দিলেই হবে । সে যাক, এমন ‘মিনিপ্যাক’ গরুর নাম রেখেছিস মহিষ । হেসে বাঁচি নে ।’

গফুর লজ্জিত হইয়া বলিল ‘মহিষ নাতো বাবাঠাকুর, মহেশ । ঐযে ‘মার্ডার’ সিনেমা আছেনা ? ওর পরিচালকের সাথে মিলিয়ে রাখলাম । আমার মহেশ ওসব সিনেমার খুব ভক্ত যে ।’

তর্করত্ন বিষমের কাশি দিয়া প্রসঙ্গ পাল্টাইতে কহিলেন ‘তা তোর মেয়ে আমিনাকে দেখছিনা যে ।’ মাথা চুল্কাইয়া গফুর বলিল ‘সেতো মনে হয় জলসা দেখিতে ব্যাস্ত ।’ তর্করত্ন চোখ কপালে তুলিয়া বলিলেন, একি বলছিস গফরা । গ্রামে ‘জলসার আসর’ আর আমি কিছু জানিনে ? গফুরও ভুল ভাঙ্গাইয়া দেয় ‘ওতো টেলিভিশনের জলসা । ঐযে, দুষ্টুর নাটক হয় যেখানে ।’ তর্করত্ন বলিলেন, শিষ্টের নাটক বাদ দিয়ে দুস্টুর নাটক ? একি হচ্ছে আমার কাশিপুরে ? গফুর হাসিয়া কহিল ‘শুধু কাশিপুর না বাবাঠাকুর, পুরো দেশটাই দুস্টুর দখলে চলে যাচ্ছে । মা মরা মেয়ে আমার ওই নিয়েই পরে থাকে ।’

তর্করত্ন বুঝিলনে আর তর্কে গিয়া লাভ নাই । একটু নরম হইয়া কহিলেন, তাই তো বলি রে , তোর মহেশ ভাটের এই দশা কেন । যত্নআত্তি করার তো কেউ নেই দেখছি । তা ওকে একটু ছেড়ে দে না । আপনি চড়াই করে আসুক । সবুজ ঘাস-টাস খাক । দুই ডজন সবুজ ঘাসে ১০০ গ্রাম খড়লিক্সের পুস্টি পাওয়া যায়, জানিস তো ?’

গফুর এইবার লজ্জায় মাথা নিচু করিয়া বলিল ‘সে তো ছেড়ে দেই বাবাঠাকুর , কিন্তু মহেশ ও যে  জলসা ছেড়ে উঠতে চায়না । খাবার দাবারে একদম মন নেই । বড় লাচারে পড়ে গেছি ।’

তর্করত্ন খ্যাক করিয়া উঠেন । ‘তা বটে, যেমন চাষি তার তেমন বলদ । বিটিভি মিলেনা আর জলসা দেখা চাই’ এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হন হন করিয়া চলিয়া গেলেন ।

এমন অপমানে মহেশের কিঞ্চিত সাধ জাগিল তর্করত্নকের পশ্চাদে শিং দিয়া একখানা গুতা মারিবার । কিন্তু দুর্বল শরীরে সে আর ঝুকি নিলনা । কে জানে গুতা মারিতে গিয়া নিজেই যদি মাথা ঘুরাইয়া পড়িয়া যায় । এর চাইতে সুযোগ মতন একটা প্রতিশোধ নিলেই চলবে ।

#

গফুরের ঘরে টেলিভিশন নিয়া নিত্য কলহ বাঁধে । সেদিন গফুর আর মহেশ যখন টিভিতে ফুটবল ম্যাচ উপভোগে ব্যাস্ত তখন আমিনা আসিয়া বলিল ‘বাবা, ভাত খাবে এসো’ । আমিনার মনে ক্ষীণ আশা বাবা উঠিয়া গেলে সে দুষ্টুর নাটক দেখিতে বসিবে । রিমোট দখলের ‘পাঁয়তারা’ বুঝিয়া গফুরও পাল্টা চাল দেয় ‘আমার গায়ে যে আবার শীত করে রে মা , জ্বর গায়ে এখন খাওয়া কি ঠিক হবে? আমিনা বলে ‘খাবার ঠান্ডা হইয়া যাবে যে ।’

ফুটবল ম্যাচ হইতে বাপ-মেয়ের রিমোট দখলের ম্যাচ বেশী জমিয়া যায় । মহেশও উত্তেজনা লইয়া রিমোট দখলের যুদ্ধ উপভোগ করিতে থাকে । এক পর্যায়ে গফুর তাহার ট্রাম্প কার্ড ছাড়িল ‘আমার মহেশ যে ফুটবল দেখিতে খুব ভালবাসেরে মা । খেলা শেষ হউক । এরপর খাই?’

গফুরের এমন চালে মহেশ বিস্মিত হইয়া পরে । সে তো ফুটবল ম্যাচ হইতে সিরিয়ালের প্যাঁচ অধিক পছন্দ করে । মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার থাকিলে অবশ্যই সে আমিনার পক্ষে থাকিত । তবে সব বুঝিয়াও সে চুপচাপ থাকে । পিতা ও কন্যার মাঝে এইযে একটু খানি ছলনার অভিনয় হইলো, অবুঝ বলদ হইয়াও সে তা খুব ভাল ভাবে টের পাইয়াছে ।


সপ্তাখানেক পর গফুর মিয়া একদিন চিন্তিত মুখে দাওয়ায় বসিয়া আছে । গতকল্য হইতে মহেশ নিখোঁজ । শেষরাতে দুইজন একসাথে বসিয়া শাহরুখ খানের ‘ডন’ ছবি উপভোগ করিয়াছিল । এরপর হইতে মহেশের আর খোঁজ মিলিতেছেনা । আমিনা খবর নিয়া আসিল, ঘটনা খারাপ । মহেশের উপর অভিযোগ গুরুতর । গফুর বুঝিতে পারিল ‘ডন’ ছবির প্রভাব মহেশের মস্ত্রিস্কে পড়িয়াছে । গত সন্ধ্যায় সে তর্করত্নর কালো গরুকে শিং দিয়া গুতা দিয়েছে । গুতা মারিয়া পালাইয়া যাইবার কালে ‘মহেশ কো পাকারনা মুশকিল নেহি, না মুমকিন হ্যায়’ বলিতে বলিতে ছুটিতেছিল । কিন্তু পোড়া কপাল ! পুলিশ তাহাকে ‘পাকাড়’ করিয়া শরীরের আকার বদলাইয়া দিয়াছে । সে এখন জেল হাজতে বন্দী । রাত্রির অন্ধকারে গফুর বংশির নিকট হইতে কঠিন শর্তে ঋণ আনিয়া মহেশকে জামিনে মুক্তির ব্যবস্থা করিল ।

পরদিন যথাস্থানে মহেশকে দেখা গেল । সেই বাবলা তলা, সেই দড়ি, সেই খুঁটা । এদিকে বংশীর ঋনের বোঝা মাথায় লইয়া গফুর ভাবিল ‘দুষ্টু গরুর চাইতে শুন্য গোয়াল ভাল' । তাই সে বৈশাখী অফারের নামে বিশেষ মূল্যছাড়ে মহেশকে বিক্রি করিয়া দেয়ার সিদ্ধান্ত লইলো  । যাকে বলে লেজের দামে গরু । খবর পাইয়া এক চামড়া ব্যবসায়ি কিছু এডভান্স দিয়া মহেশকে খরিদ করিতে সম্মত হয় ।

পরদিন ক্রেতারা আসিয়া যখন মহেশের দড়ি খুলিতে ব্যস্ত তখন গফুরের তাহার মন পরিবর্তন করিয়া ফেলে, সাফ জানাইয়া দেয় মহেশকে সে বেচিবে না। এরশাদ সাহেবের মতন এমন ক্ষনে ক্ষনে মত পরিবর্তনে ক্রেতারা মনক্ষুণ্ণ হইয়া ফিরিয়া যায় ।

আর এইসব কলহের কথা শুনিয়া জমিদার বাবু গফুরকে ডাকিয়া বলিলেন ‘গফুর তোকে যে আমি কি সাজা দেই ভেবে পাইনে । তোর সাজা যে হারে মওকুফ করিতেছি , লোকে আমারে শেষমেশ রাষ্ট্রপতি বলিয়া লজ্জা দিবে যে ।’
তবে গফুর সেইবারের মত পার পাইয়া গেল ।

#
জ্যৈষ্ঠ শেষ হইয়া আসে । টিভি দেখিতে বসিয়া গফুর খেয়াল করিল রিমোটে কাজ করিতেছেনা । আমিনার কাছে কারন জানিতে চাইলে সে বলিল  ‘রিমোটের ব্যাটারি ফুরিয়ে গেছে বাবা’ । গফুর মুখ বিকৃত করিয়া বলিল, ব্যাটারি থাকবে কি করে ? বুড়ো বাপ কিছু দেখুক না দেখুক , মেয়ের সারাটা দিন টিভি দেখা চাই । পাকের ঘরে মন নেই আর সারা দিন ‘সাত পাঁকে বাঁধা’ ।

গফুর রিমোটের ব্যাটারি কিনিয়া আনিলো ঠিকই কিন্তু ঘরে ফিরিয়া টেলিভিশন পাইল না । বংশীর ঋণের টাকা সময় পরিশোধ না করায় সে উহা কব্জা করিয়াছে । গফুর গালে হাত দেয় , আমিনা কপালে হাত দেয় আর মহেশ তৎক্ষণাৎ জাবর কাটা বন্ধ করিয়া দেয় ।

টানা কয়েকদিন টেলিভিশন দেখিতে না পাইয়া মহেশ আধপাগল হইয়া যায় । আর এর কিছুদিন পরই মহেশের উপর আরেকবার সন্ত্রাসী করমকান্ডের অভিযোগ পাওয়া গেল । জমিদারের বাড়ির জানালায় উঁকি দিয়া লুকাইয়া টেলিভিশন দেখিবার কালে দুর্ঘটনাবশত মহেশ জানালার কাচ শিং দিয়া ভাঙ্গিয়া ফেলিছে । পরিশেষে পলায়নের সময় জমিদারের গর্ভবতী গাভীকে একখানা গুতাও দিয়া আসিছে ।

ঘর পোড়া গরুর সিঁদুরে মেঘ দেখিলেই ভয় পাওয়ার কথা অথচ ভয় তো দূরে থাকে, ঘরে ফিরিয়া মহেশকে আরামসে ঘাস চিবাইতে দেখিয়া গফুর দিক্বিদিক জ্ঞ্যানশুন্য হইয়া গেল । তৎক্ষণাৎ গফুর পাশে থাকা লাঙল দিয়া সজোরে মহেশের মাথায় আঘাত করিয়া বসিল । মহেশের অনাহারকিস্ট শীর্ণদেহ ভুমিতলে লুটাইয়া পড়িল ।

আমিনা দুই কানে হাত দিয়া চীৎকার করিয়া বলিল ‘কি করলে বাবা, আমাদের মহেশ যে মরে গেল ।’ সেকেন্ডের ব্যবধানে তাদের ভুল ভাঙ্গিল । মাটি হইতে মাথা তুলিয়া মহেশ এদিক ওদিক তাকাইয়া কহিল, আমি কে? আমি এখানে কেন? আপনারা কারা?’ তাহারা বুঝিতে পারিল মহেশের হার্ডডিস্ক ফরম্যাট হইয়া গেছে ।

দুর্বল গফুর কোন মতে আরো একবার লাঙল তুলিয়া আঘাত করিতে গিয়া নিজেই মাথা ঘুরাইয়া পড়িয়া গেল । সিনেমার সূত্র অনুযায়ী মাথায় আরেকবার বাড়ি পড়িলে হয়ত মহেশের স্মৃতিশক্তি ফেরত আসিত,  কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস !

তবে, জ্ঞান ফিরিলে গফুরের রাগ পড়িয়া গেল । সুস্থ হইয়া অক্লান্ত পরিশ্রমে কিছু টাকা যোগাড় করিয়া গফুর বংশীর ঋন পরিশোধ করিল । বাড়ির টেলিভিশন বাড়িতে ফেরত আসিল । সবকিছু প্রায় আগের মত হইলেও গফুর আর এখন মহেশের অজুহাতে রিমোট দখল করিয়া রাখিতে পারেনা । স্মৃতিভ্রষ্ট মহেশ যে এখন আর টেলিভিশন দেখিয়া মজা পায়না । বিজ্ঞাপন বিরতিতেই বিরতির আগের কাহিনি বেমালুম ভুলিয়া যায় । তাই সে সারাদিন সবুজ ঘাস, এক কাপ খরলিক্স আর জাবর কাটিকে কাটিতে প্রকৃতি দর্শনেই সময় পার করিয়া দেয় ।



৩ ডিসেম্বর, ২০১২

বাংলা সিনেমা বনাম বাস্তবতা



সিনেমা
নায়িকা ভিলেন দ্বারা আক্রান্ত, সম্ভ্রম যায়-যায় অবস্থা। নায়কের আগমন, তারপর ভিলেনদের পিটিয়ে ফার্নিচার...!
বাস্তবতা
নায়িকা ভিলেন দ্বারা আক্রান্ত, সম্ভ্রম যায়-যায় দশা। নায়কের আগমন, দুটি গুলি! পরের দিনের পত্রিকার পাতায় শিরোনাম—‘দিনে-দুপুরে প্রকাশ্যে যুবক খুন’। 





সিনেমা
কোনো বিশেষ কারণে নায়িকার মন খারাপ। অতঃপর ঠাস করে দরজা বন্ধ করে ধপাস করে বিছানায় শুয়ে বালিশ জড়িয়ে গলা ফাটিয়ে কান্না!
বাস্তবতা
 
বিশেষ কারণে নায়িকার মন খারাপ। অতঃপর ফেসবুকে লগইন করে স্ট্যাটাস: mon khub khaৎap; manush keno emon koৎe? তারপর মিনিট ঘুরতেই ৫৭ লাইক, ২১টা কমেন্ট! নায়িকার মুখে হাসি! 


 
সিনেমা
 নায়িকার সঙ্গে নায়কের হালকা ধাক্কা। নায়িকার হাত থেকে পড়ে গেল বই। বই তুলতে গিয়ে চোখাচোখি... প্রেম...কী জাদু করেছ বলো না... (গান)!

বাস্তবতা
 
নায়িকার সঙ্গে নায়কের হালকা ধাক্কা। তারপর শুরু হলো নায়িকা ও তার বান্ধবী মহলের হাউকাউ! ইভ টিজিং ইভ টিজিং!! ইভ টিজিংয়ের অপরাধে শাস্তি। ঘরে বাপের হুংকার—ওই কুলাঙ্গার, বাইর হ আমার বাড়ি থাইকা...!

 
সিনেমা
 সিনেমায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কারণে মাথায় লাঠির বাড়ি খায়। সে ক্ষেত্রে...
১ম বাড়ির পর: স্মৃতিশক্তি ফিউজ!
২য় বাড়ির পর: স্মৃতিশক্তি ফেরত আসে।
বাস্তবতা
 
বাস্তবেও আমরা বিভিন্ন কারণে মাথায় লাঠির বাড়ি খেতে পারি! সে ক্ষেত্রে—
১ম বাড়ির পর: এক্স-রে, ব্যান্ডেজ, সিটিস্ক্যান...
২য় বাড়ির পর: কর্তব্যরত চিকিৎসক কর্তৃক মৃত ঘোষিত! 



সিনেমা
 জনৈক কোটিপতি ব্যবসায়ী পড়েছেন গুন্ডাদের কবলে। তাই দেখে নায়ক ‘ইয়া আলি ঢিশুয়া’ বলে গুন্ডাদের ওপর দিলেন ঝাঁপ। গুন্ডারা খেল উচ্চপর্যায়ের পিটুনি আর পুরস্কার হিসেবে নায়ক পেলেন চাকরি।
বাস্তবতা
 
কোটিপতি পড়েছেন গুন্ডাদের কবলে। নায়কও দিলেন ঝাঁপ। পরিণামে গুন্ডা কর্তৃক ভারী প্যাদানি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, ৯৮টা সেলাই, অবশেষে ছিনতাইকারীর সহযোগী সন্দেহে গ্রেপ্তার, তিন দিনের রিমান্ড মঞ্জুর... 


 
সিনেমা
 সারা বছর নায়কের লাফাঙ্গামি, অতঃপর রেজাল্ট। মায়ের স্নেহভরা আশীর্বাদ, বেঁচে থাকো বাবা। আজ যদি তোর বাবা বেঁচে থাকতেন, কতই না খুশি হতেন।

বাস্তবতা

 
সারা বছর লাফাঙ্গামি, অতঃপর রেজাল্ট।
বাসায় মায়ের হুংকার—ওরে কুলাঙ্গার, আইজ খালি তোর বাপ বাঁইচা নাই, থাকলে পিডায়া তোর ঠ্যাং ভাঙত। যা, দূর হ আমার চউক্ষের সামনে থাইকা!

  
সিনেমা 
ধনী নায়িকার গাড়ির ধাক্কায় নায়ক গুরুতর আহত। নায়ককে নিজ বাড়িতে নিয়ে গিয়ে নায়িকার সেবা-শুশ্রূষা, নায়কের আঘাতমোচন, দুজনার প্রেম!
বাস্তবতা
নায়িকার গাড়ির ধাক্কায় নায়ক গুরুতর আহত। বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। ফলে ঘটনাস্থলেই নায়ক নিহত। পত্রিকার শিরোনাম—‘বেপরোয়া গাড়ির ধাক্কায় মেধাবী ছাত্রের অকালমৃত্যু’। অতঃপর নায়িকার লেটেস্ট মডেলের নতুন গাড়ি ক্রয়।

 
সিনেমা 
 নায়িকার বাবা গুলি খেয়ে মৃত্যুশয্যায়। নিজের মেয়ের হাত বেকার নায়কের হাতে তুলে দিয়ে বললেন, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, বাবা। ওকে তুমি সুখে রেখো...! আ আ আ...আহ্!
বাস্তবতা
নায়িকার বাবা মৃত্যুশয্যায়। পাশে থাকা ‘বেকার’ নায়ককে বললেন, আমার মেয়েকে তুমি নিজের বোনের মতো দেখো, বাবা। ভালো চাকরি করে এমন কোনো ছেলে পেলে বিয়ে দিয়ে দিয়ো...। আ আ আ...আহ্!

 

সিনেমা ছোটবেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। ঘটনাচক্রে ছোটবেলার ছবি দেখে দুই ভাইয়ের পুনর্মিলন। এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে কান্নাবিজড়িত কণ্ঠে বললেন, তুই-ই আমার হারিয়ে যাওয়া ভাই রতন? আয় ভাই, আমার বুকে আয়।

বাস্তবতা

ছোটবেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। ফেসবুকে দেওয়া ছোটবেলার প্রোফাইল পিকচার দেখে এক ভাই আরেক ভাইকে কান্নার দুটো ইমোসহ মেসেজ দিলেন, তুই-ই আমার হারিয়ে যাওয়া ভাই রতন? আয় ভাই, অনলাইনে আয়...চ্যাট করি।’



সিনেমা
  ৫০০ টাকা নিয়ে নায়কের ব্যবসা শুরু অতঃপর সৎ পথে ব্যবসা করে ১০ বছর পর ৫ কোটি টাকার মালিক।
বাস্তবতা
  ৫ কোটি টাকা দিয়ে নায়কের ব্যবসা শুরু অতঃপর সৎ পথে ব্যবসা করার 'অপরাধে' ১০ বছর পর ৫০০ টাকার মালিক।



সিনেমা
  ছোটবেলায় হারিয়ে যাওয়া দুই খেলার সাথী (একজন ছেলে একজন মেয়ে) ...। কালের বিবর্তনে বড় হয়ে দুইজনের আরেকদফা পরিচয় এবং আরেকদফা প্রেম ।
বাস্তবতা
ছোটবেলায় হারিয়ে যাওয়া দুই খেলার সাথী (একজন ছেলে একজন মেয়ে) ...। কালের বিবর্তনে বড় হয়ে দুইজনের আরেকদফা পরিচয় এবং নায়িকার উক্তি ‘সরি রাজু, তুমি বড্ড দেরী করে ফেলেছো, আমি ইতিমধ্যে দুইজনকে কথা দিয়ে ফেলেছি’ 



সিনেমা(শেষ দৃশ্য)
 নায়ক ও ভিলেন পার্টির মধ্যে ব্যাপক হাঙ্গামা, গোলাগুলি, নায়কের প্রতি গুলিতে ভিলেন পার্টির পাঁচজন করে নিহত, দ্রুত পুলিশের আগমন ও অবশিষ্ট ভিলেন আটক।
বাস্তবতা
 
নায়ক ও ভিলেন পার্টির মধ্যে ব্যাপক হাঙ্গামা। ভিলেন পার্টি সরকারবিরোধী দলের হলে পুলিশের ধীরেসুস্থে আগমন ও সব ভিলেন গ্রেপ্তার। তবে ভিলেন পার্টি সরকারদলীয় হলে পুলিশের দ্রুত আগমন ও নায়ককে গ্রেপ্তার!