হাটতে হাটতে , চলন্ত রিকশা কিংবা বিছানায় গড়াগড়ি খেতে খেতে হটাত করে কিছু কাব্যিক লাইন মাথায় চলে আসে । এসব হুটহাট কাব্যের কোনটা লিখে রাখা হয়েছে কোনটা হয়নি । যেগুলো লিখে রাখা হয়েছে সেগুলোর বেশীরভাগই আবার হারিয়ে গেছে । যেগুলো খুজে পেয়েছি সেগুলো এখানে তুলে দিচ্ছি । সাথে নতুন গুলো তো থাকছেই :) ।
.
.
পাথর হয়ে পড়ে ছিলাম
তুমি দীঘির জল
অকারনে তোমায় পড়ে
ডুবছি যে অতল
.
.
আমার আকাশ তোমায় ভেবে
আজকে ভীষণ নীল
সেই নীলেতে উড়ে বেড়ায়
ভালবাসার চিল
সেই খানেতে হারিয়ে মন
হয়ে গেলাম কবি
আমার আকাশ জুড়ে আজকে
শুধুই তোমার ছবি
.
জানলা খুলে দিলে এখন
আকাশ দেখা যায়না
তাইতো ঘরের জানলা দিয়ে
কিছুই আসে যায়না ...
.
বৃষ্টি আসুক ,
বৃষ্টি আসুক খুব
ভাবছি, বসে দেখবো তোমার
বৃষ্টি ভেজা রুপ ..
.
আমার সবকিছুতেই
তোমার হেটে চলা
আমার না বলা সব কথা মাঝেই
তোমার কথা বলা
.
.
ভাঙছে হৃদয় , গড়ছি আবার
নিজের মতো করে......
ইচ্ছে, চায়ের কাপ হবো
গরম কাপের তাপ হবো
শীতসকালে তোমার আমি
নরম ঠোটের পাপ হবো
.
আমার মাঝে কোথাও তুমি
‘একটা কিছু আছো’
‘একটা কিছু আছো’
আমার মাঝে কোথাও তুমি
মুখ লুকিয়ে বাঁচো
মুখ লুকিয়ে বাঁচো
হটাত তোমায় খুজে ফিরি
তন্ন তন্ন করে
তন্ন তন্ন করে
হটাত বুঝি আমি তো নেই,
তুমি-ই শুধু আছো
তুমি-ই শুধু আছো
.
পাথর হয়ে পড়ে ছিলাম
তুমি দীঘির জল
অকারনে তোমায় পড়ে
ডুবছি যে অতল
.
লিখবো তোমায় সাদা পাতায়
আঁকবো তোমায় নীলে
রাখবো তোমায় বুক পকেটে
ওলট পালট দিলে
.
আমার আকাশ তোমায় ভেবে
আজকে ভীষণ নীল
সেই নীলেতে উড়ে বেড়ায়
ভালবাসার চিল
সেই খানেতে হারিয়ে মন
হয়ে গেলাম কবি
আমার আকাশ জুড়ে আজকে
শুধুই তোমার ছবি
.
জানলা খুলে দিলে এখন
আকাশ দেখা যায়না
তাইতো ঘরের জানলা দিয়ে
কিছুই আসে যায়না ...
.
বৃষ্টি আসুক ,
বৃষ্টি আসুক খুব
ভাবছি, বসে দেখবো তোমার
বৃষ্টি ভেজা রুপ ..
.
আমার সবকিছুতেই
তোমার হেটে চলা
আমার না বলা সব কথা মাঝেই
তোমার কথা বলা
.
তুমি আমার জান হবে ?
একটা পিছু-টান হবে ?
তুমি আমার রাত দুপুরে
ভালবাসার ঘ্রান হবে ?
.
একটা আমি , হাজারটা বার
রাখব জীবন বাজি
সব হারিয়ে আজকে আমি
তোমায় পেতে রাজি
.
আমায় সবাই ভাঙছে যে রোজ
কাঠের পুতুল করেভাঙছে হৃদয় , গড়ছি আবার
নিজের মতো করে......